Bangla Kobita (আমাদের স্যার)

আমাদের স্যার বড্ড ভালো
দেখতে যে স্যার একটু কালো।
স্যার আমাদের মারে না
পড়ে গেলেও ধরেনা।
স্যার বলে কি ধরবেন না?
স্যার কে আমরা ছাড়বো না!
একটা যে স্যার আছে বটে
যায় যদি সে একবার চটে।
মারতে ভালোবাসে না সে
ভাত খেতে যে চায়না সে
দাত্ত তো বিরিয়ানি
মাংস দাও একটুখানি।
একবার যদি যায় সে রেগে
ঠেকায় তাকে কেবা আছে?
লাঠি ভাঙ্গে দিনে চারটে
আমরা যে যাই লাঠি কাটতে।
আর ভালো লাগেনা যে
এমন স্যার চাইনা যে। — রমণী মন্ডল

আরো পড়ুন: Chotoder Bangla Chora (ষাড়ের কথা)

Leave a Comment